23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বড়লেখায় ৫টি ফার্মেসিকে ২৮হাজার টাকা জরিমানা

Share

মৌলভীবাজারের বড়লেখায় ৫টি ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী বাজার ও দাসের বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ও বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে মিসব্রান্ডেড/মেয়াদ উত্তীর্ণ/আনরেজিস্টার্ড/ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতিরেকে ঔষধ মজুদ, প্রদর্শন ও বিক্রয় করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫ টি মামলায় ৫ টি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এসময় প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ তত্ত্বাবধায়ক মৌলভীবাজার সিরাজুম মনিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *