21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

Share

দেশের শেয়ারবাজারে মঙ্গলবার ( ৩০ আগস্ট) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১২৩ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩২৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৬১টির। দিন শেষে সিএসইতে ৪২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *