আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশ তাদের প্রথম এশিয়া কাপ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করা আফগানিস্তান। তাদের বোলিং তোপ সামলানোর চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের সামনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের বিশ্বাস, রাতে দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।
ম্যাচের দিন মঙ্গলবার সিডন্স এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আফগানিস্তানের বিপক্ষে খেলা। আমাদের স্ট্রেন্থ ভালো আছে, প্রস্তুতিও ঠিকঠাক হয়েছে। দলের আবহ ভালো, সবাই ফিট। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই জানা যাবে। আমরা মাঠে নামবো, আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শুরু করা দলের আত্মবিশ্বাস অবশ্যই তুঙ্গে থাকবে। এমনিতেও বাংলাদেশ আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে যেন খেই হারিয়ে ফেলে। এখন পর্যন্ত ৮ বারের দেখায় ৫ হারই যার বড় প্রমাণ।
শারজার উইকেট বিশেষত স্পিন সহায়ক। রশিদ খান-মুজিবদের মতো স্পিনার দলে থাকলে প্রতিপক্ষের জন্য ভয়ই বটে। তবে শ্রীরাম জানালেন, কোনো নির্দিষ্ট ক্রিকেটারের বিপক্ষে নয়, আফগান দলের বিপক্ষেই খেলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।