22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চঞ্চল বলিউডে যাচ্ছেন না

Share

সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উড়ছে—রাজকুমার হিরানির ‘মুন্না ভাই থ্রি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও চঞ্চল চৌধুরী এ বিষয়ে বিশেষ কিছুই জানেন না।

এই খবর সত্য নয় জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন—‘‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি ‘মুন্না ভাই থ্রি’ সিনেমায় কাজ করতে যাচ্ছি। কিন্তু এই খবর সত্য নয়।’’

চঞ্চল চৌধুরী তার ফেসবুক অ্যাকাউন্টে হুজেফা কাপাডিয়া নামে একজন নারীর পোস্ট শেয়ার করেন। সেখানে দেখা যায়, হুজেফা ডিজনি+হটস্টারের চিফ অপারেশন অফিসার। চঞ্চলকে উদ্দেশ করে তিনি লেখেন—‘খুব শিগগির আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে। আমরা বড় কোনো পরিকল্পনা করব। আপনার সাফল্য কামনা করছি।’

মূলত, হুজেফার এই পোস্টকে কেন্দ্র গুঞ্জন চাউর হয়, ডিজনি+হটস্টারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল। আর সেখানে ‘মুন্না ভাই থ্রি’ সিনেমায় হিরানির পরিচালনায় কাজ করবেন এই অভিনেতা। কিন্তু গতকাল বিকাল থেকে হুজেফার সেই ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ দেখাচ্ছে। প্রশ্ন উঠেছে, হুজেফার পদপদবি নিয়েও।

এদিকে, ভারতের আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজন নির্মিত হতে যাচ্ছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। শোনা যাচ্ছে, নতুন সিজনে খল চরিত্রের জন্য ভাবা হচ্ছে চঞ্চল চৌধুরীকে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘কাস্টিং এজেন্সি আমাকে নিয়ে ভাবছে। তবে এটা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে; কী হবে তার কিছুই জানি না।’

বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, ‘যদি তারা আমাকে নিয়ে আরো ভাবতে চায়, তাহলে কয়েক দফা আমার স্ক্রিন টেস্ট হবে। আমি কোন ভাষায় কথা বলব, সেটা ভালো শোনাবে কি না, সেই ব্যাপারও রয়েছে। স্ক্রিপ্ট পড়লে কেমন লাগবে তাও জানি না। তাই এ নিয়ে বেশি কথা বলার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *