22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

Share

দেশের শেয়ারবাজারে সোমবার ( ২৯ আগস্ট) সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৮৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৮৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ৬১টির। দিন শেষে সিএসইতে ৪২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *