22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রোনালদোর হাতে সময় নেই

Share

ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে ক্রিস্টিয়ানো রোনালদোর আচরণ ভালো লাগছে না সতীর্থদের। ক্লাবে যে মন টিকছে না পর্তুগাল অধিনায়কের। একদিকে ম্যানইউ তাদের উন্নতির জন্য দীর্ঘ প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তো ওতো সময় নেই! জাতীয় দলের সাবেক সতীর্থ ও পুরোনো বন্ধু ন্যানি রোনালদোর এমন আচরণের ব্যাখ্যা দিলেন।

এই মৌসুমেও ভালো শুরু হয়নি ম্যানইউর। নিকট ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগে তাদের খেলার আশা করতে পারেন হাতেগোনা কয়েকজন, রোনালদো তাদের মধ্যে নেই। তিনি চলে যেতে চান ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে। আর যেখানে মন টিকে না, সেখানে তো আচরণে প্রভাব পড়া স্বাভাবিক।

রোনালদোর আচরণ নিয়ে ন্যানির উপলব্ধি, ‘অনেক দিন হয়েছে আমরা একসঙ্গে খেলেছি এবং ক্রিস্টিয়ানো আর বাচ্চা নয়। সময় পাল্টায়, প্রতিক্রিয়া ও মনোভাবও পাল্টাতে পারে। কিন্তু আমরা যা দেখি, সে সচরাচর যা করে তাই করছে, সে হারতে পছন্দ করে না। দল যখন ভালো করছে না সে প্রতিক্রিয়া দেখাচ্ছে।’

পর্তুগালের ইউরো চ্যাম্পিয়ন দলের সাবেক এই উইঙ্গার বলেছেন, ‘কিন্তু একমাত্র পার্থক্য হলো এখন সময়টা ভিন্ন। সে আবারও ম্যানইউতে খেলছে কিন্তু সে বিশ্বজুড়ে বিভিন্ন দলে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে ভালো খেলেছে। সে এখন এমন একটি দলে যেখানে ম্যানেজাররা একটি শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে, এটা সহজ নয়। সময় লাগবে।’

কিন্তু রোনালদোর হাতে এত সময় নেই মনে করেন ন্যানি, ‘ক্রিস্টিয়ানোর জন্য, দল গড়ার বা পরের মৌসুমের জন্য অপেক্ষা করে নষ্ট করার মতো সময় হাতে নেই। সে সবসময় শীর্ষে থাকতে চায়, গোল করতে চায়। সে কারণে এমন প্রতিক্রিয়া স্বাভাবিক, মাঝেমধ্যে আমাদের সবার প্রতিক্রিয়া ভুল হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *