30 October 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

থানায় তলব রণবীরকে

Share

বলিউড অভিনেতা রণবীর সিং। এই অভিনেতাকে থানায় তলব করেছে মুম্বাই পুলিশ।

সম্প্রতি পেপার ম্যাগাজিনের হয়ে একটি ফটোশুট করেন রণবীর সিং। এতে তাকে বিবস্ত্র অবস্থায় দেখা গেছে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নারীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিল মু্ম্বাই পুলিশের একটি দল। এই সময় তাকে জিজ্ঞাসাবাদের সমন দেওয়া হয়। আগামী ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে হবে এই অভিনেতাকে।

গত মাসের শেষ দিকে চেম্বুর থানায় এনজিও ও বেদিকার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিনেতার ফটোশুট অশ্লীল ও কুরুচিকর বলে দাবি করে তারা। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *