22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

লাইটার জাহাজের ভাড়া বেড়েছে

Share

জ্বালানি তেলের দাম বাড়ার পর লাইটার জাহাজের (ছোট জাহাজে) ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কনভেনার মো. নুরুল হক জানান, চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে ২২ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। আর দেশের অন্যান্য গন্তব্যে ভাড়া বেড়েছে ১৫ শতাংশ। চট্টগ্রাম বন্দরের আউটার (বহির্নোঙর) থেকে ভেতরে বিভিন্ন গন্তব্যের ভাড়া অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। সে কারণে জাহাজ পরিচালনার ব্যয় বেড়েছে। এ কারণে জাহাজের ভাড়া বাড়ানো হয়েছে। ৬ আগস্ট থেকে এ ভাড়া কার্যকর বলে ধরে নেওয়া হবে।

বড় আকারের জাহাজে করে পণ্য বিদেশ থেকে দেশে আনা হয়। পরে তা বহির্নোঙরে লাইটার জাহাজে করে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।

জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর লাইটার জাহাজে করে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল ১৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *