কাশিমপুর পাম্প হাউজ পুরোমাত্রায় সচল করে আমন ফসল আবাদের পরিবেশ নিশ্চিত করার দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
কৃষি ও কৃষক রক্ষা কমিটির উপদেষ্টা সেলিম আহমদ এর সভাপতিত্বে ও হুমায়ুন রশিদ সোয়েব এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, প্রমূখ। সমাবেশ থেকে বক্তারা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বলেন, অতিদ্রুত হাওরের পানি নিষ্কাশন না করা হলে রাজপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কৃষি ও কৃষক রক্ষা কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমি বিকালে কৃষকদের নিয়ে বসেছি। তারা সাথে আলোচনা করে আমরা মোটামুটি একটা সমাধান করতে পেরেছি।