22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চীনের ভিসার জন্য লাগবে অ্যাপয়েন্ট ডেট

Share

এখন থেকে বাংলাদেশিদের চীনা ভিসা নিতে হলে অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট ডেট লাগবে৷ ভিসা ফি জমা দিতে হবে ভিসা কার্ডের মাধ্যমে।

মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশিরা ৭টি ক্যাটাগরিতে চীনা ভিসা নিতে পারবে। এই ৭টি ক্যাটাগরি হলো-
১. যাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা অফিসিয়াল কাজে নিয়োজিত।

২. যারা চীনে কাজ করতে চান ও তাদের পরিবারের সদস্যদের (জেড ভিসা), বাণিজ্যিক কার্যক্রমের জন্য (এম ভিসা) অথবা ভিজিটের জন্য এফ ভিসা নেওয়া যাবে।

৩. যারা পারিবারিক পুনর্মিলনের জন্য চীনে যেতে চান বা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান (কিউ ১ ভিসা, কিউ -২ ভিসা, এস-১ ভিসা, এস-২ ভিসা)।

৪. ক্রু সদস্য (সি ভিসা)। ৫. যারা উচ্চ-স্তরের দক্ষতার জন্য জরুরিভাবে চীনে যেতে চান (আর ভিসা)। ৬. জরুরি মানবিক কারণে চীনে যেতে চান। ৭. অন্যান্য কর্মী যাদের চীনা কর্তৃপক্ষ চীনে যাওয়ার অনুমোদন দিয়েছে।

চীনা ভিসা নিতে হলে দূতাবাসের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন সাবমিট ও অ্যাপয়েন্ট ডেট নিতে হবে। এছাড়া ভিসা, মাস্টার কার্ড, চায়না ইউনিয়ন পে ও ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।

চীনা ভিসা নেওয়ার নতুন নিয়মাবলী নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানা যাবে।
http://bd.china-embassy.gov.cn/eng/sghd/202207/t20220726_10728070.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *