30 October 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আবারও মা হচ্ছেন রানী

Share

জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। গুঞ্জন উঠেছে, ফের মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরে রানী। তার স্ফীত পেট গোলাপি ওড়না দিয়ে ঢেকে রেখেছেন তিনি। এরপর থেকেই তার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনটি চাউর হয়।

রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে দেখা যায় না। করন জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল।

রানী মুখার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। গত বছর মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *