22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

“মুসলমানের গন্তব্য” বইয়ের মোড়ক উন্মোচন

Share

মৌলভীবজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমড়া এলাকার মানিক নগরে অবস্থিত হযরত আরজু উদ্দিন শাহ্ রাখাল (র) এর মাজার কেন্দ্রিক প্রতিষ্ঠিত দ্বীনি মারকাজ “তালীমী মজলিস গোমড়া”।মজলিসে নামাজ , রোজা , ঈমান ও ইসলামের মাসয়ালা মাসায়েল দৈনদিন জীবনে পালনীয় মুসলমানদের কার্যপদ্ধতি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার আলোচনা করা হয়ে থাকে । এরই ধারাবাহিকতায় তা’লীমী মজলিসের প্রকাশনায় পরিচালক হাফিজ ক্বারী মোঃ সোহাগ আলীর সংকলন ও সম্পাদনায় -প্রথম প্রকাশিত ইসলামি বই “মানযিলে মুসলিম”বা “মুসলমানের গন্তব্য” নামক বইটির “মোড়ক উন্মোচন” করা হয় ।

শুক্রবার গোমড়া মানিক নগর জামে মসজিদে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিতেশ্বর লতিফিয়া দাখিল মাদারাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।

তিনি বলেন, আজ আমি এবং আমরা সকলেই খুশি আমার স্নেহের ছাত্র হাফিজ সোহাগ আলী দ্বীনের মহব্বতে হাতে কলম তুলে নিয়েছে। আল্লাহর কাছে তাঁর এই প্রয়াসের কবুলিয়াত কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গিয়াসনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৭ নং ওয়ার্ডের মেম্বার কয়েছ আহমদ, গোমড়া মানিক নগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মিজানুর রহমান, তা’লীমী মজলিসের সভাপতি মল্লিক মিয়া, নিতেশ্বর পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ, নিতেশ্বর পশ্চিম জামে মসজিদের ইমাম মাওলানা মুসলিম উদ্দিন, হযরত শাহ্ কালা (র) জামে মসজিদের ইমাম হাফেজ ইয়ারুফ আহমদ, মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মালিক,নগিয়াসনগর ইউনিয়ন আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা মকবুল হোসেন মুকুল, বীরমুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ফারুক মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোনা মিয়া, ইউনিয়ন তালামীযের সভাপতি হাফেজ ক্বারী আব্দুর রহমান রোমান, সহ-সভাপতি ক্বারী হেলাল মিয়া, ৭নং ওয়ার্ড তালামীযের সভাপতি ক্বারী আব্দুল মালিক, গোমড়া মানিক নগর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী তারেক আহমদ, নাঈম আহমদ, সানী আহমদ, জামাতে সূরা হতে ছালিছের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *