বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে স্কুলের পাশে ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (২৫ মে) সকালে স্থানীয় দক্ষিণভাগ বাজারে দক্ষিণভাগ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা।
দক্ষিণভাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণভাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লতা মিয়া, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, দক্ষিণভাগ এনসিএম স্কুলের শিক্ষক সাইদ উদ্দিন, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, দক্ষিণভাগ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য তোহেল আহমদ, সাহেদ আহমদ, শিক্ষার্থী নাদিম আহমদ , নাসিম আহমদ, তাহমীদ আহমদ, টনি মিয়া, বাবু মিয়া, তানিশা তাবাসসুম, ইকরা বেগম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণভাগ ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যখানে রাঙাউটি ব্রিকস ফিল্ড নামে পরিবেশ বিনষ্টকারী একটি ইটভাটা স্থাপন করা হচ্ছে। আমরা এই ইটভাটা স্থাপনকারী ব্যক্তির সাথে কথা বলেছি। তিনি আমাদের হুমকি-ধামকি দিয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করতে যাচ্ছেন। আমরা প্রশাসনকে বলব অবিলম্বে পরিবেশ বিনষ্টকারী এই ইটভাটা বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, এই ইটভাটা স্থাপন করলে আশপাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে পড়বে। এবং পরিবেশ দোষণের কারণে বিভিন্ন ধরণের রোগ ছড়ানোর আশংকা আছে। ইটভাটার কালো ধোয়া বাতাসে মিশে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমে ব্যঘাত ঘটবে। তাই অবিলম্বে এই ইটভাটা বন্ধ করার কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধনের শেষের দিকে ইটভাটা স্থাপনকারী আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন উপস্থিত হয়ে সাধারণ মানুষের দাবির মুখে ইটভাটা স্থাপন করবেন না বলে জানান।