12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

১৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন শিবির নেতা সাইফুল

Share

নিজস্ব প্রতিবেদক::
১৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা শিবিরের সভাপতি মো: সাইফুল ইসলাম। ২০১৫ সালের নভেম্বর মাসে শিবিরের এই নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
রবিবার (০৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ইসমাঈল হোসেনের আদালত তাকে জামিন দেন। এরপর সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় শিবিরের রাজনগর উপজেলার আরেক নেতা আব্দুল হামিদও তিন মাস কারাভোগের পর মুক্তি পান।
এসময় কারা ফটকে সদ্য কারাগার থেকে মুক্ত হওয়া নেতাদের মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
শিবির নেতা মো: সাইফুল ইসলাম উপজেলা শহরে শহিদ মিনার ভাংচুরের মামলায় গ্রেপ্তার হন। এরপর পুলিশ আরও কয়েকটি মামলা দিয়ে তাকে আটকে রাখে। রোববার জামিনে মুক্ত হয়ে তিনি কারাগার থেকে বেন হন।
এক প্রতিক্রিয়ায় সদ্য কারামুক্ত রাজনগর উপজেলা শিবিরের সভাপতি মো: সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৪ মাস জালিমের কারাগারে ছিলাম। এতোদিন পর মুক্ত বাতাসে এসেছি। দীর্ঘ কারাবাসে সংগঠনের সহকর্মী ও পরিবারকে বড্ড মিস করেছি। আমাকে যারা অন্যায়ভাবে এতোদিন কারাগারে রেখেছে একদিন তাদের বিচার বাংলার মাঠিতে হবে।
মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, আমাদের রাজনগর উপজেলা সভাপতি দীর্ঘদিন কারাভোগের পর জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারা আমাদের কণ্ঠকে থামিয়ে দিতে চায় হামলা, মামলা এবং জেল দিয়ে। আমাদেরকে এই ভয় দিয়ে দাবিয়ে রাখা যাবে না। জালিমের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।