ষ্টাফ রিপোর্টার:
যুবলীগকে সুসংহিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে শাহবন্দর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলনে আব্দুল্লা আফজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। এছাড়াও মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দরা সম্মেলনে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এবং বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তি মোকাবিলায় যুবলীগকে সংগঠিত হতে হবে। একটি চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। ওই গোষ্ঠী এ দেশে পাকিস্তানি শাসন কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওইসব অশুভ শক্তি প্রতিহত করে দেশকে সোনার বাংলায় পরিণত করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
কনকপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শাহরিয়ার মুকিত শাহিনকে সভাপতি ও মোস্তাক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।